ফের ৭ দিনের রিমান্ডে অতিরিক্ত ডিআইজি মশিউর

রাজধানীর ধানমন্ডির জিগাতলায় ১৪ বছরের শিশু আবদুল মোতালিব হত্যা মামলায় পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) মশিউর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে নিউমার্কেট থানায় করা ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল মশিউরকে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সিএমএম আদালতে আবদুল মোতালিব হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। পরে ম্যাজিষ্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মশিউর রহমান অনেক দিন ডিএমপির ডিবিতে কর্মরত ছিলেন। সবশেষ তিনি ডিবির লালবাগ বিভাগের উপকমিশনার ছিলেন। বিগত সরকারের শেষ দিকে তিনি অতিরিক্ত উপমহাপরিদর্শক পদে পদোন্নতি পান। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর মশিউর রহমানকে ডিএমপির ডিবি থেকে পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়। ডিএমপি সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতার আন্দোলনে প্রাণহানির ঘটনায় মশিউর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর রাতে রাজধানী থেকে মশিউর রহমানকে আটক করে গোয়েন্দা পুলিশ। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আবদুল মোতালেব নামের এক শিশু গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এরপর ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়।

Sep 26, 2024 - 18:53
 0  2
ফের ৭ দিনের রিমান্ডে অতিরিক্ত ডিআইজি মশিউর

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow