বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু, দাফনের আগে নড়েচড়ে ওঠায় চাঞ্চল্য
ফরিদপুর প্রতিনিধি—ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বজ্রপাতে ইমন মোল্লা (১৪) নামের অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। তবে দাফনের আগে হঠাৎ নড়েচড়ে ওঠায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুক্রবার বিকাল ৫টার দিকে ইমন মাঠে কাজ করতে যাওয়া বাবাকে ডাকতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইমন ভাঙ্গার কালামৃধা ইউনিয়নের দেওড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। এলাকাবাসী জানায়, বৃষ্টির মধ্যে বাবাকে আনতে গেলে বজ্রপাত ইমনের ওপর আঘাত হানে। চিকিৎসক মৃত ঘোষণা করলেও দাফনের প্রস্তুতিকালে গোসলের সময় তার শরীর নড়েচড়ে উঠলে আতঙ্ক ছড়ায়। পরিবার ও স্থানীয়রা ইমনকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকায় খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষের ভিড় জমে ইমনের বাড়িতে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের বলেন, “ইমনকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়। পরে ‘নড়াচড়ার’ বিষয়টি শুনে আমিও অবাক হই। তবে নিশ্চিতভাবে বলা যায়, সে মৃত্যুবরণ করেছে।”

আপনার অনুভূতি কী?






