বান্দরবানে পর্যটকদের রাত্রিযাপন সংকট: কেউ গাড়িতে, কেউ যাত্রীছায়োনীতে
বান্দরবান প্রতিনিধি—বান্দরবানে ঈদের লম্বা ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে। গতকাল ২রা এপ্রিল, বুধবার রাতে শতাধিক পর্যটক আবাসিক হোটেলে জায়গা না পেয়ে যাত্রীছায়োনী, গাড়ি, এমনকি খোলা জায়গায় রাত কাটিয়েছেন। জেলা আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্ট সমিতির তথ্য অনুযায়ী, ঈদের আগেই শতভাগ রুম বুকিং হয়ে যায়। ফলে ঈদের তৃতীয় দিন রেকর্ডসংখ্যক পর্যটক সমাগমের কারণে আবাসন সংকট তীব্র আকার ধারণ করে। নীলাচল ও মেঘলার মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রে দীর্ঘ গাড়ির সারি দেখা যায়, আর রাত নামতেই হোটেলগুলোতে রুম না পেয়ে বিপাকে পড়েন ভ্রমণপ্রেমীরা। কেউ রাস্তায় দাঁড়িয়ে গান গেয়ে সময় কাটান, কেউ কার্ড খেলে রাত পার করেন। অবশেষে কেউ যাত্রীছায়োনীতে, কেউ স্কুল-কলেজ প্রাঙ্গণে, আবার কেউ গাড়িতেই রাত কাটাতে বাধ্য হন। বান্দরবানে পর্যটকদের বাড়তি চাপ সামলাতে স্থানীয় প্রশাসনের উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন পর্যটকরা।

আপনার অনুভূতি কী?






