বেনাপোল বন্দর দিয়ে ৫ চালানে ২৭৬ টন ইলিশ রপ্তানি ভারতে

বেনাপোল প্রতিনিধি বেনাপোল স্থালবন্দর দিয়ে পাচঁ চালানে ভারতে গেল ২৭৬ মেট্রিক টন ইলিশ। এর মধ্যে গত বৃহস্পতিবার ৫৪ মেট্রিক টন, শনিবার ৪৫ মেট্রিক টন, রবিবার ১৯ মেট্রিক টন, সোমবার ৮৯ মেট্রিক টন এবং গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) ৬৯ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ ডলার, যা বাংলাদেশি ১ হাজার ১৮০ টাকা দরে। ভারতে কমে ইলিশ রপ্তানি হচ্ছে এর কারণ জানতে চাইলে বেনাপোল স্থালবন্দরের মৎস্য মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম জানান, ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের। তখনকার বাজারদরের সঙ্গে মিল রেখে প্রতি কেজি ইলিশ ১০ ডলার রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে। এখনও সেই পরিপত্র অনুযায়ীই ইলিশ রপ্তানি হচ্ছে। তবে দেশীয় বাজারদরের সঙ্গে মিল রেখে ইলিশের দাম সমন্বয় হতে পারে। বেনাপোল স্থালবন্দরের উপ-পরিচালক রাশেদুল সজিব নাজির জানান, শারদীয় দূর্গাপূজা উপলক্ষে গত বৃহস্পতিবার থেকে গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত পাচঁ চালানে ৯১ টি ট্রাকে ২৭৬ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। তবে রপ্তানিকারকদের আগামী ১২ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।

অক্টোবর 2, 2024 - 20:14
 0  9
বেনাপোল বন্দর দিয়ে ৫ চালানে ২৭৬ টন ইলিশ রপ্তানি ভারতে

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow