ভালভার্দে-ভিনিসিয়াস ম্যাজিকে বিধ্বস্ত ভিয়ারিয়াল

রিয়াল মাদ্রিদ ২: ০ ভিয়ারিয়াল ম্যাচের প্রথম দিকের দারুণ এক শটে গোল করে রিয়াল মাদ্রিদকে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ গোল ব্যবধানে জয়ী হতে সাহায্য করেছিলো ফেদেরিকো ভালভার্দে। সবশেষ, দুই ম্যাচ আগে জয়ের দেখা পায় দলটি। লা লিগা’র মাদ্রিদ ডার্বিতে ড্র এবং চ্যাম্পিয়নস লিগে হারের পর এই জয় বড়ই দরকার ছিলো গ্যালাক্টিকো-দের। খেলার ১৪তম মিনিটে, লুকা মড্রিচের কর্নার থেকে বল পেয়ে আশ্চর্যজনক দূরপাল্লার শটে গোল করেন উরুগুয়ান ভালভার্দে। এরপর মাদ্রিদের হয়ে লিড দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। বক্সের বাহির থেকে এক দুর্দান্ত শটে গোল করেন ভিনি। এই জয়ের মধ্য দিয়ে লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। তবে, তারা খেলেছে ৯ ম্যাচ এবং সংগ্রহ ২১ পয়েন্ট। অন্যদিকে, ৮ ম্যাচ খেলে সমান ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে রয়েছে বার্সেলোনা।

অক্টোবর 6, 2024 - 10:50
 0  5
ভালভার্দে-ভিনিসিয়াস ম্যাজিকে বিধ্বস্ত ভিয়ারিয়াল

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow