ভোলায় বিএনপি নেতা হত্যার প্রতিবাদ সভায় হামলা, আহত ২০
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলায় বিএনপি নেতা জামাল হাওলাদারের হত্যার প্রতিবাদ সভায় হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহতরা হলেন মোহাম্মদ রায়হান ও মহিবুল্লাহ। আহতদের সবাই সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। ভেলুমিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাজাহান বাদশার ছেলে হাসনাইন আহমেদ জানান, বিএনপি নেতা জামাল হাওলাদার স্থানীয় আওয়ামী কর্মীদের দ্বারা হত্যার শিকার হন বলে তাদের অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় ইউনিয়ন বিএনপি প্রতিবাদ সভার আয়োজন করে। তিনি অভিযোগ করেন, সভার শেষ পর্যায়ে হঠাৎ করে ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনূস কমান্ডারের নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়। হামলায় নিল খান, নিবির খান, সোহাগ গাজী, টিপু খান, খোকন গাজীসহ ৩০-৪০ জন অংশ নেয় এবং দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়। হাসনাইন আহমেদ আরও বলেন, "আওয়ামী নেতাকর্মীদের রক্ষা করতে ইউনূস কমান্ডার মূলধারার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বিএনপি নেতা জামাল হাওলাদারের হত্যার পেছনে তার সংশ্লিষ্টতা রয়েছে বলে আমাদের ধারণা। আমরা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাই।" অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনূস কমান্ডারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হাসনাইন পারভেজ জানান, "আমরা খবর পাওয়ার পর আহতদের হাসপাতালে গিয়ে দেখেছি। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

আপনার অনুভূতি কী?






