মনিরামপুরে জমি-জমা সংক্রান্তে বিস্ফোরক মামলায় সব আসামী বেকসুর খালাস
মনিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মনিরামপুরে জমি-জমা নিয়ে বিরোধকে কেন্দ্র করিয়া দীর্ঘ ৯ বছর পর বিস্ফোরক মামলায় অভিযুক্ত চারজনকে বেকসুর খালাস দিয়েছেন বিজ্ঞ আদালত। অভিযুক্তরা হলেন- উপজেলার খড়িঞ্চী গ্রামের মৃত আফজাল হকের ছেলে আব্দুল আলী শুকুর, আব্দুল আলীর ছেলে শরিফুল ইসলাম ও নাজমুল হোসেন। একই গ্রামের মৃত মজিদ আলীর ছেলে আমিনুল ইসলাম। সূত্র জানায়, গত ১৬ এপ্রিল ২০১৬ সালে গভীর রাতে উপজেলার খড়িঞ্চী গ্রামের মৃত মজুব আলীর ছেলে হাফিজুর রহমানের বাড়ির উঠানে অজ্ঞাতনামা কে বা কারা একটি বোমা বিস্ফোরণ ঘটায়। তার সন্দেহ হয় যে, আব্দুল আলী, নাজমুল হোসেন, শরিফুল ইসলাম ও আমিনুল ইসলাম জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার বাড়িতে উক্ত বোমার বিস্ফোরণ ঘটিয়ে তাদের বড় ধরনের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে। এরই জের ধরে হাফিজুর রহমান বাদী হয়ে চারজনকে আসামী করে মনিরামপুর থানায় একটি মামলা করেন। যার মামলা নং- ২৮। পুলিশ মামলাটি দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করে। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে বুধবার (২৫ সেপ্টেম্বর) যশোর জেলা জজ ওই মামলার সকল আসামিকে বেকসুর খালাস প্রদান করেন। উল্লেখ্য, বিগত সরকারের ক্ষমতাধর হওয়ায় হাফিজুর রহমান কর্তৃক এক বা একাধিক ব্যক্তি এলাকায় মিথ্যা মামলার শিকার হয়েছেন। সম্প্রতি হাফিজুর রহমানের ষড়যন্ত্রের মিথ্যা মামলায় আব্দুল আলী, নাজমুল হোসেন, শরিফুল ইসলাম ও আমিনুল ইসলাম বেকসুর খালাস পাওয়ায় তাদেরকে পুনরায় মামলায় জড়াবেন বলে হুমকি-ধামকি দিয়ে আসছেন। এ থেকে পরিত্রাণের জন্য ভূক্তভোগীরা প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।
আপনার অনুভূতি কী?