যশোরে কর্মশালায় বক্তারা নির্মল বাংলাদেশ গড়তে কাজ করছে বন গবেষণা ইন্সটিটিউট

যশোর প্রতিনিধি: যশোরে আয়োজিত এক কর্মশালায় বক্তারা বলেছেন, পরিকল্পিতভাবে বৃক্ষরোপনের মাধ্যমে নির্মল বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউট। এ যাবৎ ইন্সটিটিউটের পক্ষ থেকে বন ব্যবস্থাপনা বিষয়ের ওপর উদ্ভাবিত ১০০টি প্রযুক্তির মধ্যে ৩০টি ইতিমধ্যে মাঠ পর্যায়ে রয়েছে। এসব প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সারাদেশে স্টেকহোল্ডারদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। ব্যক্তিগতভাবে কেউ চাইলে ইন্সটিটিউটের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সহায়তা। বুধবার সকালে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউটের উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। ইন্সটিটিউটের বিভাগীয় কর্মকর্তা ড. শেখ মোহাম্মদ রবিউল আলমের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে আলোচনা করেন তথ্য, প্রযুক্তি ও প্রশিক্ষণ শাখার রিসার্চ অফিসার মো.জহিরুল আলম, ড. মো. রওশন আলী, ফিল্ড ইনভেস্টিগেশন অফিসার মিজানুর রহমান প্রমুখ। কর্মশালায় যশোরের বন অধিদপ্তর, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বিআরডিবি, সমবায় অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, তথ্য অফিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, কাঠ ব্যবসায়ী, নার্সারি ব্যবসায়ী, করাতকল ও ফার্নিচার মালিক সমিতির প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালায় মাল্টিমিডিয়ার মাধ্যমে ইন্সটিটিউট উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি ও তার ব্যবহার সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

অক্টোবর 31, 2024 - 10:35
 0  7
যশোরে কর্মশালায় বক্তারা   নির্মল বাংলাদেশ গড়তে  কাজ করছে বন গবেষণা  ইন্সটিটিউট

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow