যশোরে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত-৫

যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুর মহাসড়কে সতীঘাটায় ২ ট্রাকে মুখোমুখি সংঘর্ষের ট্রাকের ড্রাইভার ও হেলপারসহ ৪/৫ জন আহত ঘটনা ঘটেছে। সোমবার রাত ১১টার সময় যশোর মণিরাম মহাসড়কের সতীঘাটা ব্রীজ নামক স্থানে এই সড়ক দুর্ঘটনার ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা একটি লবণ বোঝায় ট্রাক যার নং (ট- ঝিনাইদহ ১১১৬০৮) কোটচাঁদপুর দিকে যাচ্চিলেন। অপর দিকে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ভুট্টা বোঝাই ট্রাক যার নং (ঢাকা মেট্রো ট ১৬৫৫২৩) খুলনার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সতীঘাটা ব্রীজে সংলগ্নে আসলে ২ টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমরে মুচরে দেখতে পাওয়া যায়। ঘটনায় ট্রাকের চালক এবং হেলপারসহ ৪/৫ জন গুরুতর আহত হয়। এই সড়ক দুর্ঘটনা আহত ব্যক্তিদের স্থানীয় জনগণ সহায়তায় ট্রাকের ড্রাইভার এবং হেল্পারসহ তাদেরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠিয়ে দেন। সড়ক দুর্ঘটনা সংবাদ পেয়ে কোতয়ালী মডেল থানা একটি টিম ঘটনাস্থান পরিদর্শন করেন। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কেউ নিহত হয়েছে কিনা সেই তথ্য পাওয়া যাইনি। এই সড়ক দুর্ঘটনায় পর মহাসড়কে প্রায় ৩ কিলোমিটার যানযটের সৃষ্টি হয়। সকাল সাড়ে ৮টায় ট্রাক ২ টি মহাসড়কের উপর থেকে সরিয়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক হয়।

অক্টোবর 9, 2024 - 10:03
 0  11
যশোরে  ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত-৫

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow