পরকীয়ার অভিযোগে আটক যুবক-যুবতী,অতঃপর
স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৩নং পানানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড গুণাজীপাড়ায় পরকীয়ার অভিযোগে এক যুবক ও যুবতীকে আটকের পর সালিশি বৈঠকে তাদের বিবাহ সম্পন্ন করা হয়েছে। ঘটনার বিবরণ: ৩১শে মার্চ ২০২৫, পানানগর ইউনিয়নের গোলাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। অভিযোগে বলা হয়, দুর্গাপুর উপজেলার বোনাজি পাড়া গ্রামের বাসিন্দা মৃত দবির সোনালের মেয়ে মুসলমান ববিতা বেগম (৩২) তার নিজ ঘরে এক যুবকের সঙ্গে অবস্থান করছিলেন। স্থানীয়রা জানান, গত রাত আনুমানিক ৮টার দিকে তারা খবর পান যে একজন অপরিচিত যুবক তার ঘরে প্রবেশ করেছে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে ধরে স্থানীয় গ্রাম্য পুলিশের সহায়তায় আটক করে। আটককৃতদের পরিচয়: যুবকের নাম মোঃ আকাশ রহমান (২৩), পিতা রাজন সরদার, মাতা মোছাঃ যুথি বেগম। তার বাড়ি পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের কানাইপাড়া গ্রামে। সালিশি বৈঠক ও বিবাহ সম্পন্ন: স্থানীয় সালিশি বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় যে উভয়ের সম্মতিতে তাদের বিবাহ সম্পন্ন করা হবে। বিবাহ রেজিস্ট্রেশনভুক্ত কাজী মোঃ সুলতান আহমেদের মাধ্যমে চার লক্ষ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন করা হয়। উপস্থিত ব্যক্তিরা: সালিশি বৈঠকে উপস্থিত ছিলেন জনাব মোঃ আকবর আলী (সাবেক ইউপি সদস্য, পানানগর ইউনিয়ন), শ্রী প্রশান্ত কুমার (বিএনপি নেতা), জনাব ফারুক হাসান (বিএনপি নেতা, পানানগর ইউনিয়ন), জনাব আফজাল হোসেন (সাধারণ সম্পাদক, ওয়ার্ড বিএনপি), জনাব হুজুর আলী (স্থানীয় বিএনপি নেতা)সহ আরও অনেকে। প্রশাসনের প্রতিক্রিয়া: দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ দুরুল হুদা জানান, তিনি এ বিষয়ে অবগত ছিলেন না, তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।

আপনার অনুভূতি কী?






