রহনপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)পালন করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপি'র আয়োজনে রহনপুর ডাকবাংলা চত্বরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় রহনপুর পৌর বিএনপি'র আহবায়ক এনায়েত করিম তোকির সভাপতিত্বে, আলোচনা করেন উপজেলা বিএনপি'র সদস্য সচিব এ্যাডভোকেট, নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর (সাবেক) মেয়র ও বিএনপি নেতা তারিক আহমেদ। উপস্থিত ছিলেন রহনপুর পৌর বিএনপি'র সদস্য সচিব ও কাউন্সিলর ইসমাইল হোসেন, উপজেলা সাবেক সেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপি যুবনেতা আব্দুল্লাহ প্রমুখ। ১২ ই রবিউল আউয়াল সোমবার বাংলাদেশসহ মুসলিম বিশ্বে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)। ৫৭০ সালের এই দিনে মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে পৃথিবীতে আগমন করেছিলেন। রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩২ খ্রিষ্টাব্দে ঠিক এ তারিখেই ৬৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) হিসেবে পালন করে থাকে।

Sep 16, 2024 - 20:51
 0  8
রহনপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow