রাশিয়ার তেল স্থাপনা লক্ষ্য করে কিয়েভের হামলা

রাশিয়ার একটি তেলের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় সময় সোমবার (৭ অক্টোবর) অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের ফিওদোসিয়া তেল শোধনাগারে এই হামলার ঘটনা ঘটে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, এ হামলার জেরে সম্ভাব্য ক্ষয়ক্ষতির শঙ্কায় সরিয়ে নেয়া হয় প্রায় তিনশ’ বেসামরিক নাগরিক-কে। তবে, এখন পর্যন্ত ক্রিমিয়ার রুশ নিয়ন্ত্রিত কর্তৃপক্ষ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর আগে, চলতি বছর মার্চে-ও এই তেলের স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছিল কিয়েভ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়া উপদ্বীপ লক্ষ্য করে ২১টি ড্রোন হামলা করেছে কিয়েভ। এর মধ্যে ১২টিকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়েছে। এদিকে, সোমবার ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটির কাছে আঘাত হেনেছে রাশিয়ার একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। হামলার বিষয়টি স্বীকার করেছে কিয়েভ।

অক্টোবর 8, 2024 - 11:21
 0  3
রাশিয়ার তেল স্থাপনা লক্ষ্য করে কিয়েভের হামলা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow