সঙ্গীত সাধনায় দীপ্ত এক নাম: কণ্ঠশিল্পী মোঃ মুরাদ হোসেন।

রিপোর্ট: আবুল বাশার জীবন সঙ্গীত অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র কণ্ঠশিল্পী মোঃ মুরাদ হোসেন। জন্ম নারায়ণগঞ্জ জেলার বারপাড়া গ্রামে। পিতা মৃত মোঃ জয়নাল আবেদীন ও মাতা আমেনা খাতুন। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি চতুর্থ। ছোটবেলা থেকেই বাবার সুরের সাথেই তার সংগীতের প্রতি আগ্রহ গড়ে ওঠে। বাবার কাছেই প্রথম হাতে খড়ি। পরবর্তীতে মোঃ মারুফ হোসেন, ফকির সুমন, ফরিদা পারভীন, ইন্দ্রমোহন রাজবংশীসহ দেশের খ্যাতনামা সংগীতজ্ঞদের কাছে উচ্চাঙ্গ, নজরুল ও লোকসঙ্গীতে তালিম গ্রহণ করেন। শিক্ষাগত অর্জন: ২০০৭ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি, ২০১১ সালে মানবিক বিভাগে এইচএসসি পাশ করেন। এরপর ২০১৫ সালে বি.মিউজ (নজরুল বিভাগ) এবং ২০১৮ সালে এম.মিউজ (নজরুল বিভাগ) যথাক্রমে দ্বিতীয় ও প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। পুরস্কার ও সম্মাননা: আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৬-তে লোকসঙ্গীতে প্রথম হয়ে স্বর্ণপদক জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯-এ লোকসঙ্গীতে প্রথম হয়ে স্বর্ণপদক সরকারি সংগীত কলেজের ‘বর্ষসেরা পারফর্মার’ হিসেবে ২০২১ সালে আব্দুল আউয়াল পদক খেলাঘর সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০০৮-এ নজরুল ও লোকসঙ্গীতে প্রথম স্থান বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যালে সরকারি সংগীত কলেজের হয়ে দলীয় উচ্চাঙ্গ সংগীত পরিবেশনা তালিকাভুক্তি: বাংলাদেশ বেতারে (২০১০), শিল্পকলা একাডেমিতে (২০১৩), বাংলাদেশ টেলিভিশনে (২০২০) লোকসঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত। মৌলিক সংগীত: তার নিজস্ব ইউটিউব চ্যানেল Gaanraj Studio-তে “একাকি প্রহর”, “মন পালায়” এবং “এক পশলা বৃষ্টি” শিরোনামের মৌলিক গান তিনটি মুক্তির অপেক্ষায়। এর বাইরে শিল্পকলা একাডেমির লোকগানের সংকলনেও তার গান রয়েছে। সুফী ও কাওয়ালী গানে বিশেষ দক্ষ এই শিল্পী নিজেই পরিচালনা করছেন ‘গানরাজ সুফী গ্রুপ’ নামে একটি কাওয়ালী দল। তিনি দেশ ও বিদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন।

Apr 29, 2025 - 12:48
 0  4
সঙ্গীত সাধনায় দীপ্ত এক নাম: কণ্ঠশিল্পী মোঃ মুরাদ হোসেন।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow