সিংড়ায় কৃষকদের মাঝে পাট ও উফশী আউশ ধানের বীজ বিতরণ
সিংড়া (নাটোর) প্রতিনিধি: —২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নাটোরের সিংড়া উপজেলায় ২৭৬০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধান ও পাটের বীজ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২৫০০ জন কৃষক পেয়েছেন উফশী আউশ ধানের বীজ এবং ২৬০ জন কৃষক পেয়েছেন পাটের বীজ। প্রত্যেক কৃষককে দেওয়া হয়েছে ৫ কেজি আউশ ধানের বীজ ও ১ কেজি পাটের বীজ। সেই সঙ্গে প্রণোদনার আওতায় রয়েছে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলা কৃষি হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খোন্দকার ফরিদ, যিনি অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হাসান, সিংড়া মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রবিন খানসহ সংশ্লিষ্ট উপকারভোগী কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা খোন্দকার ফরিদ বলেন, “সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সিংড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর এলাকার মোট ২৭৬০ জন কৃষক এই সহায়তা পেয়েছেন।”

আপনার অনুভূতি কী?






