মনিরামপুরের মাঠে সোনালী স্বপ্ন—বোরো চাষে বাম্পার ফলনের আনন্দে কৃষক।

নিজস্ব প্রতিনিধি, মনিরামপুর (যশোর): গেলো কয়েক বছরের তুলনায় এবছর যশোরের মণিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়নে ইরি-বোরো মৌসুমে বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা। উপজেলার ধানী জমিগুলো যেন এখন সোনালী ধানে ঢেউ খেলানো বিস্তীর্ণ স্বপ্নের মাঠ। কৃষকের মুখে ফুটে উঠেছে তৃপ্তির হাসি। মেঠোপথ ধরে যতদূর চোখ যায়, দেখা মেলে আধা-কাঁচা ও পাকা ধানে ভরা বিস্তীর্ণ ক্ষেত। বাতাসে দুলতে থাকা ধানের শীষ যেন কৃষকের স্বপ্নের প্রতিচ্ছবি। সরেজমিনে দেখা গেছে, খানপুর ইউনিয়নের বলের মাঠ থেকে বিলপাড় পর্যন্ত ধান কাটায় ব্যস্ত কৃষকেরা। স্থানীয় কৃষক নূর আলী বলেন, “২ বিঘা জমিতে ধান করেছি, এবার যে ফলন হয়েছে, তা গত কয়েক বছরেও দেখিনি।” পৌরসভার বিজয়রামপুর ওয়ার্ডের পালপাড়া মোড় থেকে শুরু করে দূর-দূরান্তের মাঠজুড়ে রয়েছে পাকা ধানের সমারোহ। স্থানীয় যুবক চাষী মো. নজরুল ইসলাম বলেন, “এবার প্রতি কাঠাতে বেশি ধান মিলবে, আমরা খুব আশাবাদী।” তবে ব্যতিক্রম হিসেবে উপজেলার ভবদাহ এলাকার একটি বাঁধ ভেঙে যাওয়ায় ১৪৪ হেক্টর জমির বোরো আবাদ নষ্ট হয়েছে বলে জানিয়েছে কৃষি অফিস। কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, এবছর মণিরামপুর উপজেলায় ২৮,৩৫০ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে ২৬,৯০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এছাড়া ৩,৯০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে ২ কেজি করে হাইব্রিড জাতের বীজ। মণিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ মাহমুদা আক্তার বলেন, “এবছর উপজেলার সর্বত্র বোরো ধানে বাম্পার ফলন হয়েছে। আল্লাহর রহমতে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে, তাহলে কৃষকেরা ভালো ফলন পাবে।”

Apr 21, 2025 - 23:07
 0  2
মনিরামপুরের মাঠে সোনালী স্বপ্ন—বোরো চাষে বাম্পার ফলনের আনন্দে কৃষক।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow