সিলেটের টানা তৃতীয় হার; ৭ উইকেটের জয় পেলো বরিশাল

নিজস্ব প্রতিবেদক ঢাকা চলমান বিপিএলে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি সিলেট স্ট্রাইকার্স। নিজেদের তৃতীয় ম্যাচে মঙ্গলবার (৭ জানুয়ারি) ঘরের মাঠে ফরচুন বরিশালের কাছে পাত্তাই পায়নি দলটি। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ১০ বল বাকি থাকতেই ১২৫ রানে অলআউট হয়ে যায় সিলেট। জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই তামিমের উইকেট হারায় বরিশাল। তবে মেয়ার্স-হৃদয়ের ব্যাটে ৫৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর করে বরিশাল। ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম বলেই তামিম ইকবালের উইকেট হারায় বরিশাল। এ দিনও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। টসে হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই হোঁচট খায় সিলেট স্টাইকার্স। ওভারের তৃতীয় বলেই কাইল মেয়ার্সকে বড় শট খেলতে গিয়ে তামিমের হাতে ধরা পড়েন রনি তালুকদার। কোন রান না করেই ফিরতে হয় তাকে। দ্বিতীয় ওভারে শাহিন আফ্রিদির প্রথম বলেই বাউন্ডারি মারেন রাকিম কর্নওয়াল। দ্বিতীয় বল ডট হলেও পরের দুই বলে টানা দুটি বাউন্ডারি মারেন দানবীয় এই ব্যাটার। তবে তার ইনিংস তিনি বড় করতে পারেননি। শাহিনকে উড়িয়ে মারতে গিয়ে বল তুলে দেন আকাশে। সহজেই সেই ক্যাচ লুফে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। কর্নওয়াল ফেরেন ১২ বলে ১৮ রান করে। তৃতীয় উইকেট জুটিতে ছোট্ট একটা পার্টনারশিপ গড়ে তোলেন মুসসে ও জাকির হাসান। জর্জ মুনসে ফিরলে ভাঙে তাদের ৪৯ রানের জুটি। ২৮ রান করা মুনসে ফেরার এক বল পরেই অ্যারন জোন্সকে ফেরান জাহানদাদ। ২ বলে কোনও রান না করেই সাজঘরে ফেরেন তিনি। জাকির হাসান থিতু হয়েছিলেন ঠিকই, তবে ইনিংস বড় করতে পারেননি। ২৬ বল খেলে ২৫ রান করা জাকিরকে ফেরান রিশাদ। ব্যাট হাতে এ দিন ব্যর্থ হয়েছেন জাকের আলি। ৪ বল খেলে মাত্র এক রান করেই সাজঘরে ফেরেন তিনি। রিশাদ হোসেনের বলে মাহমুদউল্লার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিম হাসান সাকিব। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৫ বলে ১ রান। ৮৯ রানে ৮ উইকেট হারিয়ে দল যখ খাদের কিনারায়, ঠিক তখনই ব্যাট হাতে জ্বলে ওঠেন আরিফুল হক। এরপর ইনিংসের ১০ বল বাকি থাকতেই ১২৫ রানে অলআউট হয়ে যায় সিলেট স্ট্রাইকার্স। রিশাদ ও জাহানদাদ নেন ৩টি করে উইকেট। এ ছাড়া ফাহিম আশরাফ ২টি, শাহিন আফ্রিদি ও কাইল মেয়ার্স নেন একটি করে উইকেট

জানুয়ারি 8, 2025 - 08:12
 0  2
সিলেটের টানা তৃতীয় হার; ৭ উইকেটের জয় পেলো বরিশাল

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow