বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর কার্যক্রম পরিচালনায় প্রশাসক কে সহযোগিতা প্রদানের লক্ষ্যে বেসিসের ১১ সদস্য নিয়ে একটি সহায়ক কমিটি গঠন করেছে বেসিস
বাংলাদেশ-অ্যাসোসিয়েশন-অব-সফটওয়্যার-অ্যান্ড-ইনফরমেশন-সার্ভিসেস-বেসিস-এর-কার্যক্রম-পরিচালনায়-প্রশাসক-কে-সহযোগিতা-প্রদানের-লক্ষ্যে-বেসিসের-১১-সদস্য-নিয়ে-একটি-সহায়ক-কমিটি-গঠন-করেছে-বেসিস
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর কার্যক্রম পরিচালনায় প্রশাসক কে সহযোগিতা প্রদানের লক্ষ্যে বেসিসের ১১ সদস্য নিয়ে একটি সহায়ক কমিটি গঠন করেছে বেসিস। ৮ ডিসেম্বর রবিবার বেসিসের সদ্য নিযুক্ত প্রশাসক ড. মুহম্মদ মেহেদী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করে। এই সহায়ক কমিটিতে রয়েছেন মো. এনায়েতুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, উল্কাসেমি প্রাঃ লিঃ, রাফেল কবির, ব্যবস্থাপনা পরিচালক, ডিএনএস সফটওয়্যার লিঃ, মোঃ মিজানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, নিউরোসফট টেকনোলজিস লিঃ, ফৌজিয়া নিগার সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক, ইনফোব্যান রিয়্যাল্ম আইটি সলিউশন্সঃ, জসিম উদ্দিন নিজামী, প্রধান নির্বাহী কর্মকর্তা, ড্রিম টেকঃ, মো. নাজমুস সাহাদাত, ব্যবস্থাপনা পরিচালক, ই-বিজনেস সফট সলিউশন্স লিঃ, আবদুল্লাহ ইবনে নুরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, সলিউশন ওয়ার্ল্ড লিমিটেডঃ, মো. রওশন কামাল জেমস, ব্যবস্থাপনা পরিচালক, টেকসল টেকনোলজিস লিঃ, মো. ইমরুল কায়েস পরাগ, ব্যবস্থাপনা পরিচালক, টাচ অ্যান্ড সলভ টেকনোলজিস লিঃ, মোস্তাইন বিল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, ম্যাটিওরস ডট কমঃ এবং এ এইচ এম রোকমুনুর জামান রনি, প্রধান নির্বাহী কর্মকর্তা, এইচ আর সফট বিডি।তবে এই সহায়ক কমিটি কিসের ভিত্তিতে গঠন করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কোনো কিছু জানা যায়নি।
আপনার অনুভূতি কী?