আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে বিএনপির সমর্থন হারাবে সরকার: ফারুক

মিলি রহমান ঢাকা।। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারলে সরকারের প্রতি বিএনপির সমর্থন ধরে রাখা দুস্কর হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, নির্বাচন যত বিলম্বিত হবে ভারত থেকে শেখ হাসিনার ষড়যন্ত্র তত বাড়বে। রোববার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে তৃণমূল নাগরিক কমিটির এক অবস্থান কর্মসূচিতে এমন মন্তব্য করেন তিনি। জয়নুল আবদিন ফারুক বলেন, প্রশাসনে এখনও আওয়ামী লীগের দোসররা রয়েছে। তাদেরকে রেখে অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে টোকাই ধরে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না। তিনি আরও বলেন, ৩২ নম্বরসহ সারাদেশে ভাঙচুর প্রসঙ্গে তিনি বলেন, যদি কোনো বাড়ি থেকে গুম ও খুনের নির্দেশ দেয়া হয়ে থাকে, তাহলে যতই স্মৃতি বিজড়িত হোক না কেন, সেসব স্থাপনা ভাঙা সঠিক হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ফেব্রুয়ারি 9, 2025 - 13:06
 0  2
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে বিএনপির সমর্থন হারাবে সরকার: ফারুক

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow