ইনজুরিতে পড়েছেন মুশফিকুর রহিম
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৯২ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ম্যাচ হারের পর বাংলাদেশ শিবিরে এলো দুঃসংবাদ। ইনজুরিতে পড়েছেন মুশফিকুর রহিম। কিপিং করার সময় আঙ্গুলে চোট পেয়েছে এই উইকেট রক্ষক ব্যাটার। খেলতে পারবেন না আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ। শারজাহতে আফগানদের বিপক্ষে সিরিজের ১ম ওয়ানডেতে ৭ নম্বরে ব্যাটিং করতে গিয়ে মাত্র ১ রান করে আউট হয়েছেন মুশফিকুর রহিম। তবে বৃহস্পতিবার জানা গেলো কেন এত দেরিতে মাঠে নেমেছিলেন তিনি। আফগানদের ব্যাটিং করার শেষ দিকে আঙ্গুলে চোট পান এই অভিজ্ঞ। আঘাতের কারণে মিডল অর্ডারে নামতে পারেননি মুশফিক। চোটের গভীরতা বুঝতে করা হয়েছে ডাক্তারি পরীক্ষা। তবে এখনও রিপোর্ট পায়নি বিসিবি। কিন্তু প্রাথমিক চিকিৎসার পরই নিশ্চিত হয়েছে মুশি মিস করবে পরের ম্যাচ। শঙ্কাটা আরও বাড়ছে সিরিজের শেষ ম্যাচেও হয়তো মিলবে না মুশফিকের সার্ভিস। উল্লেখ্য, আগামী শনিবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।
আপনার অনুভূতি কী?