বাগেরহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।
নিজস্ব প্রতিবেদক।। বাগেরহাটে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় বাগেরহাট জেলা বিএনপি'র দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে এ দিবসের সুভ সুচনা করা হয়। পরে জেলা বিএনপির উদ্যোগ একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার মোড়ে পথসভা মিলিত হয়। পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির গবেষণা সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান,কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ্যাড: শেখ ওহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, প্রধান সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম প্রমূখ।
আপনার অনুভূতি কী?