কুড়িগ্রামে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে আইরিন (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় বাড়ির ৪ টি ঘর ও একটি রান্না ঘর ভষ্মিভুত হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পশ্চিম সুখদেব গ্রামে। নিহত শিশু আইরিন ওই গ্রামের আলামিনের মেয়ে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, ঘুমন্ত শিশু আইরিনকে ঘরে তালা দিয়ে পরিবারের সবাই বাড়ির পার্শ্ববর্তী এলাকায় ওয়াজ শুনতে যায়। রাত সাড়ে ১১টার দিকে ওই বাড়িতে আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়িটির চারটি ঘর ও একটি রান্না ঘর পুড়ে যায়। এ সময় ঘরে তালাবদ্ধ থাকা আইরিন পুড়ে মারা গেছে। পরে লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। রাজারহাট থানার ওসি তসলিম উদ্দিন জানান, শিশুটির লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে

ফেব্রুয়ারি 15, 2025 - 23:56
 0  2
কুড়িগ্রামে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু 

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow