গোপালগঞ্জের কাশিয়ানীতে হোটেলের আবর্জনা ফেলে স্থানীয় পথচারী ও শিক্ষার্থীদের জনদুর্ভোগ।
ইবাদুল রানা-গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ কাশিয়ানীতে হোটেলের ময়লা পানি, আবর্জনার স্তূপের কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বসতি, পথচারী ও শিক্ষার্থীরা, স্থানীয়রা চরম দুর্গন্ধে পরিবেশ দূষণ করায় হোটেল কর্তৃপক্ষকে অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। সরেজমিনে দেখা যায়, উপজেলার শিবগাতি হাইওয়ে মহাসড়কের পাশে গ্রাম বাংলা হোটেল এন্ড হাইওয়ে রেস্টুরেন্ট এর অব্যবস্থাপনায় হোটেলের পিছনেই উচ্ছিষ্ট পচনশীল খাদ্য, ময়লা পানির জলবদ্ধতা, পাশে ঢাকনা বিহীন সেফটি ট্যাংকি, মলমূত্রের দুর্গন্ধে দূষিত হচ্ছে ওই এলাকার পরিবেশ, সেই সাথে দিন যত যাচ্ছে আবর্জনার এই দুর্গন্ধ ততই বাড়ছে, এতে ঝুঁকির মধ্যে পড়ছে এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য। পাশেই রয়েছে অত্র এলাকার মসজিদ। দুর্গন্ধে মসজিদের মুসল্লিদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় এলাকাবাসী জনস্বার্থে যত দ্রুত সম্ভব সকলকে এ দুর্ভোগ থেকে মুক্তি দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হস্তক্ষেপ কামনা করে।এ বিষয়ে হোটেল মালিক আশিকুর রহমান এলাকাবাসী অভিযোগ দেওয়ার কথা স্বীকার করলেও কোন পদক্ষেপ নেই হোটেলের এই অব্যবস্থাপনায়। কাশিয়ানী উপজলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত মুঠোফোনে বলেন, এ ব্যাপারে আমার জানা নেই আমি খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
আপনার অনুভূতি কী?