সংস্কারের আগে নির্বাচন নয়: নুর
সংস্কারের আগে নির্বাচন নয়, আর নতুন নেতৃত্ব ছাড়া নতুন রাজনৈতিক বন্দবস্তও হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিসদের সভাপতি নুরুল হক নুর। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির এক আলোচনা সভায় এই কথা বলেন নুর। প্রধান অতিথির বক্তব্যে নুর বলেন, বাংলাদেশের জনসংখ্যার অনুপাতে চিকিৎসক খুবই কম। তাই উন্নত ট্রেনিং দিয়ে হলেও ডিপ্লোমা ডেন্টার চিকিৎসকদের মাধ্যমে জনগণের সেবা করার সুযোগ দেয়া উচিত। স্বাস্থ্য ও শিক্ষার দায়িত্ব রাষ্ট্রের হওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, সরকার আরও দীর্ঘ সময় থাকলে আরও ভালো কাজ করা সম্ভব হবে। বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় বক্তারা ডিপ্লোমা ডেন্টিস্টদের নানা বৈষম্যের অভিযোগ তুলে ধরেন বক্তারা। তারা বলেন, বিগত সরকারের আমলে বিডিএস চিকিৎসকরা ডিপ্লোমা ডেন্টাল চিকিৎসকদের এক প্রকার নিষিদ্ধ করে রেখেছিল। নতুন প্রেক্ষাপটে নিজেদের পেশায় আবারও মানুষের চিকিৎসায় নিয়োজিত হতে চান কোয়াক চিকিৎসকরা।
আপনার অনুভূতি কী?