চাপিয়ে দেয়া সংস্কার টেকসই হবে না: মির্জা ফখরুল

যে সকল সংস্কার কাজ রয়েছে, তা বেশ সময়সাপেক্ষ। জনগণের সমর্থন ছাড়া জোর করে চাপিয়ে দেয়া সংস্কার টেকসই হবে না। এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্র সংস্কার ও পরিবর্তনের কাজ দ্রুত করা যাবে না। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জাতীয় সমাজতান্ত্রিক দলের (ডেএসডি) ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, মানুষের মধ্যে নতুন রাষ্ট্র গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই সময়টা সর্তকর্তার সাথে অতিক্রম করতে হবে৷ অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রয়েছে। আশা করি প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা এমন কোন কথা বলবেন না, যেটা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়৷ তিনি আরও বলেন, সংস্কারের কথা আমরা ২ বছর আগেই বলেছি। নতুন রাষ্ট্র কাঠামোর কথা আমরা ৩১ দফার মধ্যে ছিল। দ্রুত নির্বাচনের আয়োজন করতে হবে। অন্তর্বতী সরকারকে শুধুমাত্র নিরপেক্ষ ও অর্থবহ নির্বাচনের পরিবেশ তৈরির এক দায়িত্ব দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অক্টোবর 31, 2024 - 18:28
 0  6
চাপিয়ে দেয়া সংস্কার টেকসই হবে না: মির্জা ফখরুল

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow