দিপাবলীর মধ্যে ২ বলিউড সিনেমা নিষিদ্ধ করলো সৌদি আরব, কিন্তু কেন?

দিপাবলীর দিন মুক্তি পাওয়ার কথা ছিল কার্তিক আরিয়ানের ভুল ভুলাইয়া-৩ এবং অজয় দেবগণের সিংহাম অ্যাগেইন। ধারণা ছিল হাড্ডা হাড্ডি লড়াই হবে এই দুই ছবির। কিন্তু এরমধ্যে সৌদি প্রশাসন নিষিদ্ধ ঘোষণা করলো এই দুই বলিউড ছবিকে। কিন্তু কেন? অভিযোগ, এই দুই ছবির বিষয়বস্তুই ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। তাই সৌদি আরবে মুক্তি পাবে না কার্তিক আরিয়ান ও অজয় দেবগনের ছবি। তবে শুধুই বলিউডের এই দুই ছবি নয়, দক্ষিণী ছবি ‘আমরণ’কেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সে দেশে। একদিকে ‘সিংহম অ্যাগেইন’-এ নাকি ভারতীয় পুরাণ রামায়ণের গল্পের আধিক্য। তাছাড়া সমকামিতার উপস্থিতির কারণেও সে দেশের সরকার এই ছবি নিষিদ্ধ করেছে। ১ নভেম্বর মুক্তির পর বোঝা যাবে আসল গল্পে আদৌ তেমন কোনও মোচড় আছে কিনা গল্পে! তবে মধ্যপ্রাচ্যের এই দেশে ছবি দু’টি নিষিদ্ধ হলেও ভারতে উৎসাহের অন্ত নেই। আলোর উৎসবে লম্বা ছুটি, ইতিমধ্যেই অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। তবে সেখানে ‘সিংহাম অ্যাগেইন’কে পিছনে ফেলে দিয়েছে আনিস বাজমির ‘ভুলভুলাইয়া ৩।

অক্টোবর 31, 2024 - 18:30
 0  6
দিপাবলীর মধ্যে ২ বলিউড সিনেমা নিষিদ্ধ করলো সৌদি আরব, কিন্তু কেন?

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow