সাফ জয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩০ অক্টোবর) রাতে এক বিবৃতিতে অভিনন্দন জানান তিনি। বিবৃতিতে ড. ইউনূস বলেন, এই শিরোপা আমাদের নারী ফুটবল দলের বিরাট অর্জন। আমি তাদের নিয়ে গর্বিত। গোটা জাতিও তাদের নিয়ে গর্বিত। এদিকে, সাফ জয়ী নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দেশে ফেরার পর বিজয়ী দলকে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস সংবর্ধনা জানাবেন বলেও জানান তিনি। আগামীকাল দুপুরে বাংলাদেশ নারী ফুটবল দলের দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফেরার পর ছাদখোলা বাসে তাদের বরণ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রসঙ্গত, বুধবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ নারী ফুটবল দল।

অক্টোবর 31, 2024 - 18:33
 0  5
সাফ জয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow