মিরপুর টেস্ট: দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হারলো বাংলাদেশ
মিরপুর টেস্টে প্রোটিয়াদের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ১০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে নোঙর করে দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে সিরিজে ১-০ তে এগিয়ে গেল প্রোটিয়ারা। ছোট টার্গেটে ব্যাট করতে নেমে সাবধানে শুরু করেন ডি জর্জি ও এডেন মার্করাম। দলীয় ৪২ ও ব্যক্তিগত ২০ রানে সাজঘরে ফেরেন এডেন মার্করাম। তবে একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন জর্জি। ১৫ ওভারে প্রোটিয়াদের সংগ্রহ দাঁড়ায় ৭১ রান। এরপর স্পিনার তাইজুল ইসলামের শিকার হন আরেক ওপেনার ডি জর্জি। বাকি পথটুকু স্টাবস ও বেডিংহামের ব্যাটে পাড়ি দেয় দক্ষিণ আফ্রিকা। ব্যক্তিগত ১২ রানে বেডিংহাম আউট হলেও স্টাবসের ৩০ রানে সহজ জয় পায় প্রোটিয়ারা। এর আগে, বৃহস্পতিবার মিরপুর টেস্টের চতুর্থ দিনে হাতে তিন উইকেট নিয়ে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। এদিন মাত্র ৪ ওভার ৫ বলে তিন উইকেট হারিয়ে অলআউট হয় টাইগাররা। বাংলাদেশের স্কোরবোর্ডে মাত্র ২৪ রান যোগ হয়। এতে ৩০৭ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ফলে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১০৬ রান।
আপনার অনুভূতি কী?