যাত্রীবাহি মাইক্রোবাসের ধাক্কায় আহত শিশু ইলহাম (৯) মৃত্যু হয়েছে।

মোঃ মিজান চট্টগ্রাম।।। বুধবার  (০৮জানুয়ারি) সকাল ৮ঘটিকার সময়ে আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার সামনে দূর্ঘটনাটি ঘটে।  নিহত ইলহাম উপজেলার লোহাগাড়া ইউনিয়নের সওদাগর পাড়ার  ফয়েজ আহমেদ এর ছেলে।  নিহত (ইলহামের)  চাচা মোঃ ফারুক সওদাগর জানান, কক্সবাজার হতে চট্রগ্রাম মূখী একটি যাত্রীবাহি মাহক্রো বাস আধুনগর ইসলামিয়া ফাজিল মাদরাসার সামনে  পৌঁছলে ইলহাম দৌঁড়ে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করে। এ সময় বাসের ধাক্কায় সে গুরুতর আহত হয়। স্হানীয় এবং মাইক্রোবাস ড্রাইবারের সমন্বয়ে তাৎক্ষণিক সময়ে গুরুতর আহত অবস্থায় শিশু(ইলহাম)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ওখান থেকে চট্রগ্রাম মেডিকেলে রেপার করা হয়।  চট্রগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক ৩:৩০ মিনিটে তার মৃত্যু হয়। পরিশেষে নিহত (ইলহামের)  চাচা ফারুক জানায়, ইলহামের মৃত্যুর খবর শুনে ড্রাইবার পালিয়ে যায় তবুও তারা বিষয়টা জন্ম-মৃত্যু হিসাব করে মনকে শান্তনা দেওয়ার চেষ্টায় রেখে আইন কিংবা মামলায় জড়াচ্ছে না

জানুয়ারি 9, 2025 - 00:50
 0  15
যাত্রীবাহি মাইক্রোবাসের ধাক্কায় আহত শিশু ইলহাম (৯) মৃত্যু হয়েছে।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow