হবিগঞ্জের লাইখাইয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে নারী -পুরষসহ ৫০ জন আহত
খালেদ আহমেদ - সিলেট থেকে, ।।। হবিগঞ্জের লাখাইয়ে দীর্ঘদিনের বিরোধপূর্ণ কাইঞ্জা বিলের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় ৩ ঘণ্টাযাবৎ সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যার পর থেকে সংঘর্ষ শুরু হয়ে চলে রাত প্রায় ৯টা পর্যন্ত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লাখাই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রুপন আহমদ ও হারিছ মিয়ার মধ্যে কাইঞ্জা বিলের দখল নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মামলা মোকাদ্দমা চলছে। বুধবার সন্ধ্যার পর দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলে রাত প্রায় ৯টা পর্যন্ত। এসময় উভয়পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, বিলের দখল নিয়ে দুই দলের মধ্যে প্রায় ৩ ঘণ্টা সংঘর্ষ হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে যেকোনো সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আপনার অনুভূতি কী?