শেষ হতে চলেছে ভারত-চীনের সীমান্ত সমস্যা!

অবশেষে চার বছর ধরে চলা চীন-ভারত সীমান্তে অচলাবস্থার অবসান ঘটতে যাচ্ছে। দুই দেশই একটি চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ২২-২৪ অক্টোবর ব্রিকস আঞ্চলিক গ্রুপের শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাশিয়া যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সফরের মধ্যে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করতে পারেন। নতুন সংঘাত এড়াতে লাদাখ সীমান্তের বেশ কয়েকটি পয়েন্টে টহল দেয়া বন্ধ করে দিয়েছে দুই পক্ষ। অন্যদিকে, হাজার হাজার নতুন সেনা ও সামরিক সরঞ্জাম হিমাঙ্কের পার্বত্য অঞ্চলের কাছাকাছি মোতায়েন করা হয়েছে।

অক্টোবর 22, 2024 - 13:19
 0  4
শেষ হতে চলেছে ভারত-চীনের সীমান্ত সমস্যা!

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow