হযরত শাহ্ সুফী হাবিবুল্লাহ হরিপুরী চিশতী (রহ:) স্মরণে বাৎসরিক পবিত্র উরস শরীফ উৎযাপন
রাকিবুল ইসলাম রাকিব, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি। আজ ২রা চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, প্রতি বছর এই দিনে বাৎসরিক পবিত্র উরস শরীফ পালন করা হয়। তারই ধারাবাহিকতায় আজ এই উরস শরীফ আয়োজন করা হয়েছে। আয়োজনের শুরুতেই আলোচনা ও দরুদপাঠ করা হয়। উক্ত অনুষ্ঠানে আলোচনা করেন, মওলানা মো: সরোয়ার সাহেব, পেশ ইমাম ও খতিব, খোকসা বাড়ী জামে মসজিদ, সিরাজগঞ্জ। স্থানীয় ভক্ত-আশেকরা জানান আনুমানিক ৫৫ বছর আগে থেকেই এই আয়োজন করা হয় কিন্তু সুফি সাধক হাবিবুল্লাহ হরিপুরী চিশতী (রহ:) এর লেখা যে ৫ খন্ডের বই প্রকাশিত হয়েছে তা থেকে জানা যায় গত ২০০০ খ্রীঃ থেকে পালন করা হয়। ভক্ত- মো. বাবলু শেখ বলেন, আমার জীবনের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক মর্যাদা পরিবর্তন এ বাবা হরিপুরী চিশতী (রহ:) সান্নিধ্যে অপরিসীম, তিনি বলেন আমি রিক্সা চালক থেকে আজ সফল ভাবে ব্যবসা পরিচালনা করে, পুত্রকন্যা সহ পরিবারের সবাইকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আর এক ভক্ত - হাসেন আলী বলেন, আমরা কখনো অসুস্থ অবস্থায় বাবার রওজায় আসলে আমাদের শারিরিক অসুস্থতা দুর হয়ে যেতো এবং বাবা আমাদের আগেই বলে দিতো। বর্তমান খাদেম - মো: আব্দুল মজিদ হরিপুরী চিশতী বলেন, প্রতি বছর সারা বাংলাদেশ থেকে প্রায় লক্ষাধিক ভক্ত আশেকের সমাগম হয় কিন্তু এবছর দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায়, দেশের বিভিন্ন অঞ্চলে খন্ড খন্ড করে পালন করা হচ্ছে। ভবিষ্যতে আগের চেয়েও বড় পরিসরে আয়োজন করার ইচ্ছে আছে।

আপনার অনুভূতি কী?






