৩০ টাকা কেজিতে চাল পেয়ে মুখে হাসি রায়গঞ্জ ও পাঙ্গাসীর নিম্নআয়ের মানুষের, ।
টি.এম. রবিউল ইসলাম, রায়গঞ্জ প্রতিনিধি, সিরাজগঞ্জ- সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকাল থেকে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করছেন সরকার অনুমোদিত ডিলাররা। ফলে স্বল্প আয়ের মানুষজন কম দামে চাল পেয়ে সন্তোষ প্রকাশ করছেন। উপজেলার বিভিন্ন কেন্দ্রে এই চাল বিক্রির সময় দীর্ঘ লাইন দেখা গেলেও, সুশৃঙ্খল পরিবেশে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। টিসিবি ফ্যামিলি কার্ডধারীরা অগ্রাধিকার ভিত্তিতে চাল সংগ্রহ করতে পারছেন, তবে যাদের কার্ড নেই তাদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভিত্তিতেই চাল বিতরণ করা হচ্ছে। একজন সুবিধাভোগী ৭৫ দিন পরপর ৩০ কেজি পর্যন্ত চাল ক্রয়ের সুযোগ পাচ্ছেন। চাল বিতরণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে ছিলেন রায়গঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সিরাজুল ইসলাম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর এবং খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা। এ সময় স্থানীয় ডিলার মেসার্স আরিফ ট্রেডার্স-এর পক্ষ থেকেও কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়। উপস্থিত কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারে ভারসাম্য রক্ষা ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব হবে। চাল নিতে আসা অনেকেই জানান, বাজারে চালের দাম যখন লাগামহীন, তখন সরকার নির্ধারিত দামে চাল পেয়ে তারা স্বস্তি অনুভব করছেন।

আপনার অনুভূতি কী?






