আমরা কেনো বৈষম্যের শিকার হবো — ভারপ্রাপ্ত সভাপতি মুক্তার হোসেন
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:।।আমাদের ন্যায্য সুবিধা হরণ করতে গত ২ জানুয়ারী সকালে প্রশাসনিক ভবনে তালা দেয় ছাত্র নামে কিছু গুন্ডা ও বহিরাগতরা। আমাদেরকে জিম্মি করে রাখে সারাদিন। বের হওয়ার অনুরোধ করলে অকথ্য ভাষায় গালাগালি করে এবং আমাদের উপর ঠান্ডা পানি নিক্ষেপ করে। অসুস্থ ও বৃদ্ধ কারোকে ছাড় দেয়নি তারা। প্রশাসনিক দায়িত্বরত কর্মকর্তাদের উপর বন্দুকের নল ঠেকিয়ে বাতিল করে আমাদের সুবিধা। বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তার হোসেন। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, সহায়ক কর্মচারী, সাধারণ কর্মচারী, পরিবহন কর্মচারী এই কর্মসূচির আয়োজন করেন। তিনি আরো বলেন, আজকের ধর্মঘট আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য। ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনে কি আমরা অংশ গ্রহণ করিনি? তাহলে আমরা কেনো বৈষম্যের শিকার হবো? এই কোটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীরদের প্রাতিষ্ঠানিক সুবিধা। বহু বছর ধরে ধারাবাহিক ভাবে এই সুবিধা আমরা পাচ্ছি। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করবো আমাদের ন্যায্য দাবী প্রাতিষ্ঠানিক সুবিধা যেন ফিরিয়ে দেওয়া হয়। তা নাহলে আমরা কঠিন থেকে কঠিনতর অবস্থান নিবো " এসময় বিশ্ববিদ্যালয়ের স্টুয়াড শাখার সহকারী রেজিস্ট্রার বলেন, রাবিসহ বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা রয়েছে। শুরু থেকে এই সুবিধা গুলো তারা পেয়ে আসছে। আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা যদি আগামীতে আমাদের দেওয়া না হয় আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো। এই সুবিধা না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। এসময় অফিসার্স সমিতির দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় প্রায় দুই শতাধিক কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে গতকাল সোমবার পোষ্য কোটা বাতিলের প্রতিবাদ জানিয়ে জানিয়ে মানববন্ধন করেন তারা।
আপনার অনুভূতি কী?