আলীকদম পরিদর্শনে- জেলা প্রশাসক শামীম আরা রিনি

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলা পরিদর্শন করেন মিজ শামীম আরা রিনি, জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা। পরিদর্শনকালে জেলা প্রশাসক আলীকদম উপজেলার চৈক্ষ‍্যং ইউনিয়ন পরিষদ অফিস ও ইউডিসি পরিদর্শন; আলীকদম থানা পরিদর্শন; নবনির্মিত আলীকদম কলেজ এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৃক্ষরোপণ; সেন্ট মেরিস স্কুল ও চম্পট পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় পরিদর্শন; শীতার্ত ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ এবং তারুণ্যের উৎসব ২০২৫ এ ব‍্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন, উপজেলার আইনশৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে মতবিনিময় সভা এবং শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক। আলীকদম কলেজ একাডেমিক ভবন ও অফিসের ভিত্তি প্রস্তর স্থাপন করলে জেলা প্রশাসক। বান্দরবানের আলীকদম কলেজ এর একাডেমিক ভবন ও অফিসের ভিত্তি প্রস্তর স্হাপন ও বিভিন্ন এলাকায় পরিদর্শন ও মতবিনিময় করেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি। ১২ ই ফেব্রুয়ারী বুধবার আলীকদম কলেজ এর নিজস্ব জায়গায় নতুন একাডেমিক ভবন ও অফিসের ভিত্তি প্রস্তাপন স্হাপন করা হয়। ভিত্তি প্রস্তর স্হাপন অনুষ্ঠানে আলীকদম কলেজ এর অধ্যক্ষ মুজিবুর রহমান মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মুমিন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নবাব আলী, আলীকদম থানার অফিসার ইনর্চাজ মির্জা জহির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, আলীকদম প্রেস ক্লাব সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ, উপজেলা বিএনপি আহ্বায়ক মাশুক আহমেদ ও উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক জুলফিকার আলী ভুট্টো,কলেজে জমিদাতা মোঃ এরশাদ মিয়া, মোঃ আনছার আলী,মোঃ নুর হোসেনসহ প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেছেন - এ প্রত্যন্ত এলাকায় আলীকদম কলেজ স্হাপনের উদ্যোগকে স্বাগত জানান তিনি। আলীকদম কলেজ এর বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এরপর আলীকদম কলেজ এর নতুন একাডেমিক ভবন নির্মাণের জন্য ২০ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক

ফেব্রুয়ারি 14, 2025 - 20:41
 0  7
আলীকদম পরিদর্শনে- জেলা প্রশাসক শামীম আরা রিনি

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow