উত্তর গাজার একমাত্র হাসপাতালও শেষ

উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ভেতরে থাকা রোগী, স্বাস্থ্যকর্মীসহ অনেকের পরিণতি সম্পর্কেই জানা যায়নি এখনও। উত্তর গাজায় কার্যক্রম চালু থাকা একমাত্র হাসপাতাল কামাল আদওয়ান। হামাস সদস্যরা লুকিয়ে আছে এমন দাবিতে গত কয়েকদিন ধরেই সেখানে ব্যাপক আগ্রাসন চালাচ্ছে ইহুদি সেনারা। হাসপাতাল খালি করার নির্দেশ দিলেও বের হতে গেলে চালানো হয় হামলা। শুক্রবার ভবনে ঢুকে তল্লাশি চালায় তেলআবিবের পদাতিক বাহিনী। পরিচালক হুসাম আবু সাফিয়াসহ ধরে নিয়ে যায় অনেককে। এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয় মূল ভবনে। কেউ কেউ পালাতে সক্ষম হলেও নিখোঁজ অনেকে। ধারণা করা হচ্ছে রোগী, স্বাস্থ্যকর্মী, আশ্রয়গ্রহণকারীসহ কয়েকশ’ মানুষ অবস্থান করছিল হাসপাতালটিতে। কামাল আদওয়ানে বর্বর হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত।

ডিসেম্বর 28, 2024 - 12:37
 0  3
উত্তর গাজার একমাত্র হাসপাতালও শেষ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow