কাজিরহাট স্কুলে ৪০ শিক্ষার্থী অচেতন, উদ্বিগ্ন অভিভাবকরা

মোঃ সিয়াম সিকদার: পাবনার বেড়া উপজেলার কাজিরহাট উচ্চ বিদ্যালয়ে দুই দিনে ৪০ জনেরও বেশি শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েছে। এই ঘটনা অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্বেগ এবং আতঙ্কের সৃষ্টি করেছে। ঘটনাটি প্রথম ঘটে রোববার (১৮ মে) দুপুরে। বিদ্যালয়ের ছয় থেকে সাতজন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং তাদের স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়। শিক্ষকরা ধারণা করেছিলেন, এটি সাময়িক দুর্বলতা কিংবা না খেয়ে আসার কারণে ঘটেছে। কিন্তু পরদিন সোমবার (১৯ মে) সকাল ১০টার দিকে আরও ভয়াবহ চিত্র দেখা দেয়। ক্লাস শুরুর আগে অ্যাসেম্বলিতে একে একে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়তে শুরু করে। কেউ কেউ মাথা ঘোরা, বমিভাব বা শ্বাসকষ্টের কথা বলে মাটিতে লুটিয়ে পড়ে। একপর্যায়ে ৩৫ থেকে ৪০ জন শিক্ষার্থী চেতনা হারিয়ে ফেলে। এ দৃশ্য দেখে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে, তারা দৌড়ে শ্রেণিকক্ষে আশ্রয় নেয়। অসুস্থদের মধ্যে অধিকাংশই ছাত্রী এবং তাদের প্রাথমিক চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে নেয়া হয় বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাশিনাথপুর উপস্বাস্থ্যকেন্দ্র ও স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে। কেউ কেউ বাসায় নিয়ে গিয়েও চিকিৎসকের পরামর্শে সেবা প্রদান করেন। এ সময় অনেক অভিভাবক ছুটে এসে সন্তানদের উদ্ধার করেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন জানান, “রোববারের ঘটনায় আমরা বিষয়টিকে সাধারণ ভাবেই নিয়েছিলাম। কিন্তু সোমবারের ঘটনার পর বিষয়টি আর সাধারণ রইল না। একে একে এত শিক্ষার্থী অচেতন হয়ে পড়ায় পুরো বিদ্যালয় চত্বরে ভীতি ছড়িয়ে পড়ে। আমরা দ্রুত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করি।” ঘটনার খবর পেয়ে আমিনপুর থানার পুলিশ সদস্যরা বিদ্যালয়ে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন এবং অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাহমিনা সুলতানা বলেন, “আমরা কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা এখন স্থিতিশীল। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি 'ম্যাস হিস্টেরিয়া' বা গণমনস্তাত্ত্বিক অসুস্থতা হতে পারে, যা মানসিক ভীতির কারণে একসাথে অনেকের মধ্যে ঘটে থাকে। এটি ভয়াবহ কিছু নয় এবং আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে।” এ ঘটনায় বিদ্যালয় এলাকায় অস্থিরতা বিরাজ করছে এবং অভিভাবকরা সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোরশেদুল ইসলাম জানান, “ঘটনার বিষয়ে আমি অবগত হয়েছি এবং স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। একই সঙ্গে চিকিৎসা কার্যক্রম তদারকি করা হচ্ছে।” ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ একযোগে কাজ করছে।

মে 20, 2025 - 00:06
 0  9
কাজিরহাট স্কুলে ৪০ শিক্ষার্থী অচেতন, উদ্বিগ্ন অভিভাবকরা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow