গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই আহত বিশ।

ইবাদুল রানা গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ গোপালগঞ্জে দুটি বাসের সংঘর্ষে বাসের সুপারভাইজার সহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কে সদর উপজেলার গোপীনাথপুর নামক স্থানে এদুর্ঘটনাটি ঘটে। নিহত বাসের সুপারভাইজার ইলিয়াস কাজী (৫০) গোপীনাথপুর গ্রামের ফেলু কাজীর ছেলে এবং অপর নিহত বাস যাত্রী সামসু মোড়ল (৫৬) যশোরের মনিরামপুর থানার রামনাথপুর গ্রামের রহিম মোড়লের ছেলে। গোপালগঞ্জ ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল হাশেম মজুমদার প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান-খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর নামক স্থানে কাশিয়ানীর ব্যাসপুরগামী লোকাল বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়,ঘটনাস্থলেই বাসযাত্রী শামসু মোড়ল নিহত হন এবং বাসের সুপারভাইজার ইলিয়াস কাজী সহ অন্তত ২১ জন বাসযাত্রী আহত হন। গুরুতর আহত অবস্থায় ইলিয়াস কাজীসহ বেশ কয়েকজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াস কাজীর মৃত্যু হয়। পুলিশ বাস দুটি জব্দ করে, বাস দুটির চালক ও হেলপারদের গ্রেফতার করতে সক্ষম হয়নি।

ডিসেম্বর 2, 2024 - 17:51
 0  9
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই আহত বিশ।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow