ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন।

মো. নুরতাজুল ইসলাম সৈকত, নড়াইল প্রতিনিধি— বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে কলেজ ছাত্রদল। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান সনি এবং সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফ হোসেন। এছাড়া কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গাজী আল মামুন, সদস্য সচিব নাহিদ হাসান পিয়ার, কলেজ ছাত্রদলের সদস্য সচিব হামিদুল হক তনুসহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। বক্তারা বলেন, জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ড ছিল নৃশংস ও পরিকল্পিত। তারা হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা আরও বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও সক্রিয় হতে হবে।

Apr 21, 2025 - 20:44
 0  2
ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow