জয়ের আনন্দ ছাপিয়ে শোকাহত মিউনিখ, গ্যালারিতেই অসুস্থ হয়ে বায়ার্ন ভক্তের মৃত্যু

মাঠে চলছিল প্রিয় দলের খেলা। গ্যালারিতে আনন্দ আর উচ্ছ্বাস নিয়ে দলের জয় দেখতে এসেছিলেন এক ভক্ত। দল ঠিকই জিতল। তবে সেই ভক্ত দেখে যেতে পারলেন না সেই মাহেন্দ্রক্ষণ। খেলা চলাকালীন সময়েই গ্যালারিতে অসুস্থ হয়ে পড়লে তাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে ক্লাব কর্তৃপক্ষ। তবে পথেই মৃত্যু হয় তার। বুধবার (৬ নভেম্বর) উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ ও বেনফিকা। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত সেই ম্যাচ দেখতে গিয়েছিলেন বায়ার্নের এক ভক্ত। ম্যাচে ১-০ গোলে জয় পায় জার্মান ক্লাবটি। তবে তাদের জয়ের আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। মাঠ ছাড়ার আগেই শোক সংবাদ শুনতে হয় তাদের। ম্যাচ শুরুর কিছুক্ষণ পরেই ঘটে এই দুর্ঘটনা। তাৎক্ষণিকই আলিয়াঞ্জ অ্যারেনায় প্রবেশ করতে দেখা যায় জরুরি মেডিকেল সেবার কর্মকর্তা ও পুলিশ অফিসারদের। পরবর্তীতে জানা যায়, গ্যালারিতেই অসুস্থ হয়ে পড়েছেন এক বায়ার্ন ভক্ত। দ্রুত তাকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হয়। হাসপাতালে নেয়ার পথেই মারা যান ওই সমর্থক।এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জার্মান ফুটবলে। সমর্থকের মৃত্যুতে শোক প্রকাশ করে বায়ার্ন মিউনিখ। মৃত ব্যক্তির সম্মানে এই রাতে কোনো গান গাওয়া বা কোনো ধরনের জয়োধ্বনিও তোলেনি বায়ার্ন সমর্থকরা। পুরো স্টেডিয়াম জুড়ে ছিল নিরবতা। বায়ার্ন এক বিবৃতিতে বলেছে, আলিয়াঞ্জ অ্যারেনার স্ট্যান্ডে একটি মেডিকেল জরুরি অবস্থা শুরু থেকেই খেলার উপর ছায়া ফেলেছিল। সমর্থকরা স্বাভাবিক সোচ্চার সমর্থন থেকে বিরত ছিল। ক্লাবটি ম্যাচের কভারেজও কমিয়ে দিয়েছে। শেষ বাঁশি বাজানোর প্রায় এক ঘণ্টা পর জার্মান রেকর্ড চ্যাম্পিয়নরা দুঃখজনক সংবাদ পেল যে ভক্ত হাসপাতালে যাওয়ার পথে মারা গেছে। এফসি বায়ার্ন ভক্তের আত্মীয়দের সঙ্গে শোক ভাগাভাগি করছে। উল্লেখ্য, বেনফিকার বিপক্ষে ৬৭ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন জামাল মুসিয়ালা। জয়সূচক এই গোলটিতে অ্যাসিস্ট করেন হ্যারি কেইন। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে ১৬তম স্থানে আছে জার্মান জায়ান্টরা।

নভেম্বর 7, 2024 - 20:05
 0  7
জয়ের আনন্দ ছাপিয়ে শোকাহত মিউনিখ, গ্যালারিতেই অসুস্থ হয়ে বায়ার্ন ভক্তের মৃত্যু

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow