নড়াইলে বিএনপি নেতার ওপরে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

নড়াইল প্রতিনিধি —নড়াইল সদর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও বিছালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সান্টুকে (৪২) লক্ষ্য করে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকালবিকাল সাড়ে ৫ টার দিকে নড়াইল সদর ও যশোরের অভয়নগর উপজেলার সীমান্তবর্তী চাকই-মরিচা বাজারে একটি বিক্ষোভ মিছিল হয়৷ পরে সমাবেশে সভাপতিত্ব করেন বিছালী ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী হাসরাত। সাধারণ সম্পাদক মোল্যা আব্দুল আলিমের সঞ্চালনায় বক্তব্য দেন নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আল-আমিন গাজী, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান প্রমুখ। সমাবেশকারীরা বলেন, গত বুধবার রাত সাড়ে এগারোটার দিকে মোটরসাইকেলযোগে নড়াইল সদর ও যশোরের অভয়নগর উপজেলার সীমান্তবর্তী চাকই-মরিচা বাজার থেকে পার্শ্ববর্তী মধুরগাতী গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন সান্টু। বাড়ির কাছাকাছি তাঁদের পারিবারিক কবরস্থানের কাছে পৌঁছালে তাঁকে লক্ষ্য করে পিছন থেকে ককটেল বোমা ছুড়ে মারা হয়। তবে বোমাটি লক্ষভ্রষ্ট হওয়ায় সান্টুর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।   ভুক্তভোগী সান্টু বলেন, হয়তো আমাকে হত্যার উদ্দেশ্যে বা রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য এসব কাজ করা হয়েছে। এলাকার আওয়ামী লীগের লোকজন বারবার ষড়যন্ত্র করছে, আমরা যাতে ঐক্যবদ্ধ হতে না পারি, বিএনপি যাতে শক্তিশালী হতে না পারি। সেজন্য হয়তো তাঁরা আমাকে রাজনীতি থেকে সরাতে চান। তাই আমি প্রশাসনের কাছে বলতে চাই, যারা এ ন্যাক্কারজনক কাজ করেছে, তাঁদের দ্রুত বিচারের আওতায় আনা হোক।

Apr 6, 2025 - 17:22
 0  0
নড়াইলে বিএনপি নেতার ওপরে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow