বান্দরবানে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবী ও পাইজামা বিতরণ।
অসীম রায় (অশ্বিনী), বান্দরবান: বান্দরবান সদর উপজেলার সুয়ালক সুলতানপুর মাদ্রাসায় কোরআনে হাফেজ শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবী ও পাইজামা বিতরণ করেছে এপেক্স ক্লাব অব বান্দরবান। বৃহস্পতিবার (২ মে) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে ৫০ জন শিক্ষার্থীর হাতে এসব পোশাক তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতে এই উদ্যোগ নেয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট এপে. এ্যাড. মনিরুল ইসলাম পান্না। সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি এপে. নিনি প্রু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি এপে. নাসিম আহমেদ, পিএনপি এপে. ভুবন লাল ভারতি, জাতীয় সেবা পরিচালক এপে. ডা. হিমেল সাহা, ন্যাশনাল ট্রেজারার মো. মঈনুল ইসলাম এবং জেলা গভর্নর-০৩ এপে. সৈয়দ মিয়া হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এপে. মো. নুরুল আমিন চৌধুরী আরমানসহ এপেক্স বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ, এপেক্স ক্লাব অব বান্দরবান, নীলাচল, সাঙ্গু, পটিয়া ও লামার নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা।

আপনার অনুভূতি কী?






