যবিপ্রবিতে ডিজিটাল কর্মসংস্থান সৃষ্টি নিয়ে প্রশিক্ষণ কোর্সের সমাপনী

যশোর প্রতিনিধি: ডিজিটাল কর্মসংস্থান সৃষ্টি ও আইটি খাত হতে আয় করার লক্ষ্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের বিনামূল্যে ডিজিটাল দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণের সমাপনী শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। যবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের আয়োজনে গত ২৯ অক্টোবর সন্ধ্যায় যশোর শহরের হোটেল হাসান ইন্টারন্যাশনালে এক অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের এ সনদপত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড.মোঃ আব্দুল মজিদ বলেন, বিভাগীয় পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ’ হিসেবে এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ ধরনের নতুন প্রযুক্তি অর্জন করার মাধ্যমে তোমরা যে ‘সফ্ট স্কিলস’ শিখেছো, এটি ভবিষ্যতে তোমাদের সফলতা নিয়ে আসবে। একাডেমিক ডাইমেনশন বাড়লে, ক্যারিয়ারে বিভিন্ন জায়গায় সুযোগ বাড়ে। তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ তোমাদের দক্ষতা বাড়াবে। আর দক্ষ জনবলই আগামী দিনের ভবিষ্যত। আমি চাই, যবিপ্রবির প্রতিটি শিক্ষার্থী দক্ষ জনবল হিসেবে নিজেদের গড়ে তুলুক। জ্ঞানই শক্তি। জ্ঞানের কোনো সীমা নেই। জ্ঞান অর্জন করে তোমরা তোমাদের বিশ্বকে মনের মতো করে সাজাও। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক গৃহীত ‘এনহেন্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনোমি (ইডিজিই)’এর আওতায় ‘স্টুডেন্ট ট্রেইনিং প্রোগ্রাম ফর ডিজিটাল স্কিলস ডেভেলপমেন্ট প্রকল্প’ গ্রহণ করা হয়। এরই আলোকে সিইসই বিভাগের তত্ত্বাবধানে গত ফেব্রুয়ারি মাস থেকে সম্পূর্ণ বিনামূল্যে প্রোগ্রামের প্রথম ১০টি ব্যাচের এ প্রশিক্ষণ পরিচালনা করা হয়েছে। ট্রেইনিং প্রোগ্রামটিতে ফাউন্ডেশনাল, ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্স নামে তিনটি পৃথক শ্রেণিতে প্রশিক্ষণ কোর্স পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে যবিপ্রবির শিক্ষার্থীরা তাদের কারিকুলামভুক্ত জ্ঞানার্জনের পাশাপাশি একটি অতিরিক্ত তথ্যপ্রযুক্তি বিষয়ক দক্ষতা অর্জন করতে পারছে। যবিপ্রবির সিইসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. গালিবের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. আলম হোসেন, সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, সহকারী অধ্যাপক মনিশংকর হালদার, ড. নাসিম আদনান, ড. এ এফ এম শাহাবুদ্দিন, প্রভাষক আবু রাফে মো. জামিল, এস এম আরিফুল হক, জুবায়ের আল মাহমুদসহ প্রশিক্ষণার্থীবৃন্দ।

অক্টোবর 31, 2024 - 10:34
 0  6
যবিপ্রবিতে ডিজিটাল কর্মসংস্থান সৃষ্টি  নিয়ে প্রশিক্ষণ কোর্সের সমাপনী

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow