যশোরে জাতীয় সমবায় দিবস পালিত

যশোর প্রতিনিধি: “সমবায়ে গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে যশোরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসন সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়নের উদ্যোগে র‌্যালি বের হয়। র‌্যালির উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম। র‌্যালিটি যশোর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সমবায় ইউনিয়নের সভাপতি সফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার নূর -ই আলম সিদ্দিকী, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সমবায় অফিসার এস এম মঞ্জুরুল হক, যশোর সমবায় ব্যাংকের ম্যানজার সাইদুর রহমান প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সমবায় অফিসার রনজিৎ কুমার দাশ।

নভেম্বর 2, 2024 - 20:26
 0  7
যশোরে জাতীয় সমবায় দিবস পালিত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow