যশোরে মারপিট ও ২ লাখ টাকার চুরির ঘটনায় স্বামী স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা

যশোর প্রতিনিধি: যশোর সদরের শাখাঁরীগাতি গ্রামে আসমা আক্তার (৪২) নামে এক নারীকে মারপিটের ঘটনায় আদালতে দাখিল করা পিটিশন থানায় নিয়মিত মামলায় রেকর্ড হয়েছে। আসামি করা হয়েছে এক দম্পতি ও তার ছেলেকে। আসামিরা হলো, ওই গ্রামের রবিউল ইসলাম (৫০), তার স্ত্রী শরীফা (৪৫) এবং ছেলে অলিদ (২৩)। এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা তার প্রতিবেশি। তার স্বামী আব্দুর রউফ দ্বিতীয় বিয়ে করে অন্য স্থানে বসবাস করে। এই সুযোগে আসামিরা তাকে তার স্বামীর বাড়ি থেকে উচ্ছেদের জন্য পায়তারা করতে থাকে। গত ৬ অক্টোবর বেলা ১২টার দিকে একটি ভ্যানে করে জ্বালানী কাঠ নিয়ে আসেন। বাড়ির সামনে রাখা মাত্রই আসামিরা তাকে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তাকে কাঠ দিয়ে এলোপাতাড়ি মারপিটে জখম করে। তার কানে থাকা এক জোড়া দুল এবং গলাই থাকা একটি চেইন ছিনিয়ে নেয়। পরে ঘরে ঢুকে তার প্রবাসি ছেলের পাঠানো ২ লাখ টাকা শোকেজ থেকে চুরি করে নেয়। সে সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা চলে যায়। পরে তিনি এই ঘটনায় আদালতে পিটিশন দাখিল করলে কোতয়ালি থানা পুলিশ ওই অভিযোগ নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করে।

অক্টোবর 19, 2024 - 21:23
 0  4
যশোরে মারপিট ও ২ লাখ টাকার চুরির ঘটনায় স্বামী স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow