রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা এনতাজ মোড়লের দাফন সম্পন্ন
অভয়নগর (যশোর) প্রতিনিধি যশোরের অভয়নগরে বীর মুক্তিযোদ্ধা এনতাজ আলী মোড়লের (৮০) দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বেলা ২ টার দিকে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রাম স্লুইস গেট সংলগ্ন বালির মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা এনতাজ আলী মোড়লের দাফনের পূর্বে অভয়নগর থানা পুলিশের একটি চৌকশ দল ওই বালির মাঠে গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের আহবায়ক আলী আহম্মেদ খান বাবু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুমের পারিবার জানায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে অসুস্থ ছিলেন এনতাজ আলী মোড়ল। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। তাঁর মুক্তিযুদ্ধের পরিচিতি নং- ০১৪১০০০৩৮৩২। বেসামরিক গেজেট নং- ২১৮৪ ও মুক্তিবার্তা নং- ০৪০৫০৩০০০৯। মৃত্যুকালে দুই স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আপনার অনুভূতি কী?