৩ লক্ষ টাকা এবং বসতঘরের আসবাবপত্রসহ গৃহবধু উদাও।
খালেদ আহমেদ।।। ৩ লক্ষ টাকা এবং বসতঘরের আসবাবপত্রসহ গৃহবধূ উদাও। ঘটনাটি ঘটে ১৬/০১/২০২৫ ইং রোজ বৃহস্পতিবার সকাল ৮ঘঠিকার দিকে। ফেনী জেলার সদর উপজেলার লস্করহাটে একটি বাসায়। উদাও হওয়া গৃহবধূ মোঃ আফজাল হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌসের স্বামী মোঃ আফজাল হোসেন কাজে থাকাকালীন সময়ে সুযোগ বুঝে টাকা,বসতঘরের আসবাবপত্র সহ উদাও হয়ে যায়। মোঃ আফজাল হোসেন কাঠের ব্যবসা করেন। তার ব্যবসার সকল টাকা এবং কিস্তির জন্য রাখা টাকা,ও বিকাশ থেকে টাকা নিয়ে উদাও হয়েছে বলে জানা গেছে। মোঃ আফজাল হোসেন দুপুরের খাবারের জন্য যখন বাসায় আছেন তখন বাসায় দেখতে পারছেন যে উনার গৃহবধূ জান্নাতুল ফেরদৌস বসতঘরে নেই এবং উনার টাকাপয়স,এমনকি বসতঘরের আসবাবপত্র নেই। তারপর মোঃ আফজাল হোসেন আশেপাশে অনেক খুঁজাখুজি করে জান্নাতুল ফেরদৌসের কোনো খুজ মিলেনি। জান্নাতুল ফেরদৌসের বাবার বাড়ি ফেনীর জুরালগঞ্জ, তার বাড়িতে খুজ নিতে গেলে কোনো খুজ পাওয়া যায়নি,এবং জান্নাতুল ফেরদৌসের বাবার বাড়ির লোকজন মুটোফোন বন্ধ করে রাখে যাতে করে মোঃ আফজাল হোসেন কোনো যোগাযোগ না করতে পারেন। এমতাবস্থায় মোঃ আফজাল হোসেন মানসিক ভাবে ভেঙে পরেন এবং তার গৃহবধূ যে টাকা বসতঘরের আসবাবপত্র সহ উদাও হয়ে গেছে তার সন্ধ্যান চান এবং এমনকি সবাইকে বলে যে জান্নাতুল ফেরদৌসকে যদি কোথাও কোনো ব্যাক্তি দেখেন তাহলে উনাকে জানানোর জন্য এবং উনি তার সুষ্ঠু বিচারের দাবী করেন। কোনো ব্যাক্তি যদি উদাও হওয়া গৃহবধূ জান্নাতুল ফেরদৌসের সন্ধ্যান পেয়ে থাকেন তাহলে সরাসরি মোঃ আফজাল হোসেনের সাথে যোগাযোগ করার জন্য জানান। মোঃ আফজাল হোসেন মোবাইল : 01891606419
আপনার অনুভূতি কী?