খালেদা জিয়াকে মাইনাস করার চক্রান্ত ছাত্র-জনতা সহ্য করবে না: মোস্তফা জামাল

মিলি রহমান।।। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন। তাকে মাইনাস করার চক্রান্ত দেশের ছাত্র-জনতা কোনোভাবেই সহ্য করবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ দলীয় জোটের এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিচ্ছেন মোস্তফা জামাল হায়দার বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ দলীয় জোটের এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকার কোনোকিছুই সমাধান করতে পারছে না মন্তব্য করে তিনি বলেন, সংস্কার করার যোগ্যতা এই সরকারের নেই। দেশের চলমান সংকট সমাধানে অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার দাবি জানান তিনি। আওয়ামী সরকারের সিন্ডিকেট ও দোসররা এখনও বাজার নিয়ন্ত্রণ করছে মন্তব্য করে দেশীয় পণ্য উৎপাদন ও নিত্যপণ্যের দাম কমাতে আহ্বান জানান ১২ দলীয় জোটের প্রধান

জানুয়ারি 9, 2025 - 15:09
 0  1
খালেদা জিয়াকে মাইনাস করার চক্রান্ত ছাত্র-জনতা সহ্য করবে না: মোস্তফা জামাল

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow