বাংলাদেশের ৭৯ জেলে-নাবিকসহ ২টি জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

বাংলাদেশের সমুদ্র সীমা থেকে ৭৯ জেলে-নাবিকসহ বাংলাদেশি ২টি মাছ ধরার জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। জাহাজ দুটি হলো এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে বঙ্গোসাগরের ভারতীয় জলসীমায় এ ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছে সামুদ্রিক মৎস্য দফতর। কর্মকর্তারা জানায়, জাহাজ দুটির মালিকপক্ষ চিঠি দিয়ে ঘটনাটি অবহিত করেছে তাদের। জানানো হয়, খুলনা অঞ্চলে সাগরে মাছ ধরার সময় সোমবার বাংলাদেশের জলসীমা থেকে ৩৭ নাবিকসহ এফভি মেঘনা-৫ ও ৪২ জনসহ এফভি লায়লা-২কে ধরে নিয়ে যায় ভারতের কোস্টগার্ড। তবে কী কারণে ট্রলারগুলো নিয়ে যাওয়া হয়েছে, তা এখন পর্যন্ত জানা যায়নি।

ডিসেম্বর 10, 2024 - 10:42
 0  5
বাংলাদেশের ৭৯ জেলে-নাবিকসহ ২টি জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow