গাইবান্ধার মাঠেরপাড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা

সংবাদ প্রতিবেদন: জেলা প্রতিনিধি, গাইবান্ধা গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মাঠেরপাড় বাজারে শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে অন্তত ৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়, এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে প্রথমে মালেক স্টোরে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন আশেপাশের আরও চারটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে গাইবান্ধা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলো হলো—মালেকের মুদি দোকান, সাইদুলের মালামালের গোডাউন, মজনু স্টোর, জাহিদ ফার্মেসি, শহীদ স্টোর এবং মনজুর চা দোকান (আংশিক ক্ষতিগ্রস্ত)। দোকানগুলোতে থাকা ফ্রিজ, টিভি, মালামাল ও আসবাবপত্র আগুনে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানি আব্দুল মালেক বলেন, “প্রতিদিনের মতো গতরাতেও দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে শুনি আমার দোকান পুড়ে গেছে। সব শেষ হয়ে গেল।” গাইবান্ধা ফায়ার সার্ভিসের টিম লিডার আবু মোত্তালেব জানান, সকাল ৭টা ৫০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার খবর পেয়ে মাঠেরপাড় বাজার পরিদর্শন করেন বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান। এদিকে, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমুদ আল হাসান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টিন বিতরণের ব্যবস্থা করা হবে।”

Apr 18, 2025 - 20:22
 0  1
গাইবান্ধার মাঠেরপাড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow