গাইবান্ধায় আওয়ামী লীগ নেতাদের হামলায় যুবদল-বিএনপির ৬ নেতা আহত: আটক ৩।

জেলা প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের মণ্ডলের হাটে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সংঘর্ষে বিএনপি ও যুবদলের ৬ জন নেতা-কর্মী আহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে গোলাম কিবরিয়া মির্জার অবস্থা গুরুতর হওয়ায় তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছাপড়হাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুল, তার ভাই ও একই পদে থাকা মঞ্জুরুল ইসলাম এবং বাঁধনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক বাবু ঘটনার পরপরই পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয়রা জানান, ছাপড়হাটি ইউনিয়ন বিএনপির সদস্য শফিকুল ইসলাম মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় বাবুর ওষুধের দোকানের সামনে রাখা একটি বসার বেঞ্চে ধাক্কা লাগে। এ নিয়ে বাবুর সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে তার ভাই নাজমুল ও মঞ্জুরুলসহ আরও কয়েকজন শফিকুলের ওপর চড়াও হয়ে তাকে মারধর করে। শফিকুল পাশের একটি দোকানে আশ্রয় নিলে সেখানেও হামলা চালানো হয়। খবর পেয়ে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তাকে উদ্ধার করতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে আরও পাঁচজন আহত হন। আহতরা হলেন—উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান, ছাপড়হাটি ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মির্জা, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলম মিয়া এবং ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব। এ ঘটনায় উত্তেজিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাবুর দোকান ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে। ছাপড়হাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর মন্ডল অভিযোগ করে বলেন, এটি আওয়ামী লীগ নেতা নাজমুল ও তার ভাইদের পূর্বপরিকল্পিত হামলা। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ বলেন, “বেঞ্চে মোটরসাইকেল ধাক্কা লাগা থেকে এই ঘটনা শুরু হয়। তবে দু’পক্ষের রাজনৈতিক পরিচয় থাকলেও এটি রাজনৈতিক নয়। তিনজনকে আটক করা হয়েছে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

Apr 13, 2025 - 19:35
 0  3
গাইবান্ধায় আওয়ামী লীগ নেতাদের হামলায় যুবদল-বিএনপির ৬ নেতা আহত: আটক ৩।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow